
চট্টগ্রাম : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি: (ইউসিবিএল) এর সাবেক পরিচালক নাঈম কালাম গতরাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর।
গত রোববার (২৫ আগস্ট) সকালে নগরীর রাবেয়া রহমান লেনের বাসায় ব্রেন স্ট্রোক করলে তাকে ঢাকা অ্যাপোলো হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও এক ভাই রেখে গেছেন।
আজ (বুধবার) বাদ আছর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে চৈতন্যগলি বাইশ মহল্লা কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, নাঈম কালাম ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক এবং নাইক্ষ্যংছড়ি হাজী এমএ কালাম সরকারি কলেজের প্রতিষ্ঠাতা হাজী এমএ কালামের জেষ্ঠ্যপুত্র।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি
