
চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে প্রশাসনিক ভবনের কাউন্সির কক্ষে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
চুয়েট বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক প্রফেসর ড. জামাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে উক্ত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত সদস্য (উন্নয়ন) মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমেদ চৌধুরী।
এতে প্রধান আলোচক ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. রনজিৎ কুমার সূত্রধর।
চুয়েট বঙ্গবন্ধু পরিষদের সদস্য এটিএম শাহাজাহানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব ড. মোহাম্মদ কামরুল হাছান ও চুয়েট ছাত্র সংসদের সাবেক ভিপি প্রকৌশলী চন্দন কুমার দাশ।
