
ঢাকা : ট্রেনের ছাদে ভ্রমণকারীদের বিরুদ্ধে আগামী রবিবার (১ সেপ্টেম্বর) থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, অনিরাপদ এবং দণ্ডনীয় অপরাধ। ছাদে ভ্রমণের কারণে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে ট্রেন বিলম্বিত হয়ে স্বাভাবিক গতি চলাচল বিঘ্নিত হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১২৯ নং ধারা অনুযায়ী এ জন্য কারাদণ্ড, জরিমানা বা উভয়ই দণ্ড হতে পারে।
একুশে/এসসি
