
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তবে তাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহারওয়ার্দী হলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের (১৪-১৫) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোখলেসুর রহমান ও রসায়ন বিভাগের (১৭-১৮) শিক্ষাবর্ষের ফারদিন রহমান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে একটি সিএনজি ধাওয়া করে পুলিশ। সিএনজিটি উল্টো পথে পালিয়ে যেতে চাইলে পুলিশের দাওয়ায় ধরা পড়ে। এসময় পুলিশ সিএনজিতে থাকা এক বস্তা পাথরসহ এক শিক্ষার্থীকে আটক করে। পরে আরেকজনকে আটক করে।
হাটহাজারী সার্কেল ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গির বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় গ্রুপ নিজ নিজ হলে অবস্থান করছে। পুলিশ জিঙ্গাসাবাদের জন্য সন্দেহবাজন দুইজনকে আটক করেছে।
একুশে/আইএস/এসসি
