মুচলেকায় বিএনপির ৮ শীর্ষ নেতার জামিন

ঢাকা : বিএনপির ৮ শীর্ষ নেতাকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী ৫ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।

সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে গত বছরের ১ অক্টোবর হাতিরঝিল থানায় বিএনপির এই আট নেতাসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়া বাকি সাতজন হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এএম মাহবুব উদ্দিন খোকন এবং মাসুদ আহমেদ তালুকদার। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান ও তাহেরুল ইসলাম তৌহিদ।

আদালতের আদেশের পর ব্যারিস্টার একেএম এহসানুর রহমান জানান, হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় বিএনপির আট নেতার পক্ষে জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে এ মামলার আরও আট নেতা শিগগিরই হাজির হয়ে জামিন নেবেন বলে আশা করছি।

আত্মসমর্পণ করে জামিনের অপেক্ষায় থাকা অন্য নেতারা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, মঞ্জুর মোরশেদ খান, মো. শাহজাহান, বরকতউল্লাহ বুলু, ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, হাজী সালাহউদ্দিন, মো. আমিনুর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন।

আসামিদের মধ্যে ওই ৮জন হাই কোর্টে আবেদন করলে পুলিশ প্রতিবেদন হওয়া পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়।

একুশে/এসসি