
চট্টগাম : রহমতের হাফ সেঞ্চুরিটা কিছুটা স্বস্তি ও আত্মবিশ্বাসের বৃষ্টিতে ভেজাবে আফগান শিবিরকে। কিন্তু তার আগেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামলো আকাশের বৃষ্টি। ৪১ ওভার শেষে ৩ উইকেটে ১০৫ রানের মাথায় খেলা বন্ধ হয়ে যায়। এ অবস্থায় সফররতদের পক্ষে থেকে আকর্ষণটা টিকিয়ে রেখেছিলেন রহমত।
আশা জাগিয়ে ক্রিজে ব্যাট চালিয়ে যাচ্ছেন আফগান দলে রহমত শাহ। বাংলাদেশের স্পিন ঘূর্ণির মাঝেও টিকে থেকে হাফ সেঞ্চুরি করলেন। ৯৬ বলে তাঁর সংগ্রহ ৫২ রান। আর তার সাথে রয়েছেন আজগর আফগান।
৮৩ বলে রহমত শাহ’র সংগ্রহ ছিল ৪৯। এর একটি রানের অপেক্ষা। ক্রিজে ব্যাট হাঁকাচ্ছিলেন আজগর আফগান।
দলের ৭৭ রানের মাথায় মাহমুদউল্লার বলে শাহিদীকে হারানোর পর ক্রিজে নামের আজগর। মোটামুটি ৪০ স্ট্রাইক রেটে ম্যাচের ৪০তম ওভারে তার ব্যক্তিগত সংগ্রহ ২৭ বলে ১০ রান। অন্যদিকে রহমত শাহ’র ব্যাটে কিছুটা ঝড় ছিল। ৩টি চার ও ২টি ছক্কার মার রয়েছে। তার স্ট্রাইক রেট ৫৯.০৪।
একুশে/এসসি
