চট্টগ্রাম: নগরীতে এক হাজার ও পাঁচশ টাকার জাল নোটসহ আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে ডবলমুরিং থানার আগ্রাবাদের মৌলভীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আনোয়ার হোসেনের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলায়।
ডবলমুরিং থানার ওসি বশির আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীপাড়ায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে দুইটি এক হাজার টাকার নোট ও চারটি পাঁচশ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
