
বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পৌর শপিং কমপ্লেক্স এর সামনে প্রকাশ্যে ধূমপান করার দায়ে এক পথচারী যুবক থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন।
এসময় কয়েকটি সিগারেটের দোকান থেকে জরিমানা আদায় এবং বেশ কয়েকটি সিগারেটের দোকানকে সর্তক করা হয়।
এদের মধ্যে ঢাকা ট্যোবাকো ডিলারকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর (৫)(ক) ধারায় লিফলেট রাখার দায়ে ১৫ হাজার টাকা, আবদুস শুক্কুর স্টোরকে তামাক রাখার দায়ে ১০ ধারায় ৩ হাজার টাকা ও প্রকাশ্যে ধূমপান করার দায়ে পথচারী লিটন কুমার ঘোষকে একই আইনের ৪ ধারায় ২শ’ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এছাড়া ১০ হাজার ৪৪০ টাকার জর্দ্দা জব্দ করে তা ধ্বংস করা হয়।
এসময় ইপসার তামাক নিয়ন্ত্রণ কাযর্ক্রমের প্রোগ্রাম অফিসার মো. হারুন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পেশকার নাজমুল হুদা, স্যানিটারী ইন্সপেক্টর মিঠুন বড়ুয়া, এএসআই মো. ইসমাইলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আজ প্রথমবার ধূমপান ও তামাকজাত দ্রব্যের উপর অভিযান পরিচালনা করে কয়েকটি দোকান ওপ্রকাশ্যে ধূমপান করার দায়ে এক পথচারী থেকে ১৮ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া কয়েকটি দোকানকে সর্তককরা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
