নতুন উচ্চতায় তামিম ইকবাল

tamimপ্রথম দিনের দুই সেশনে বাংলাদেশের আধিপত্য একজনের কারনেই, তামিম ইকবাল। টেস্টের অস্টম সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ঢাকা টেস্টেও কঠিন চ্যালেঞ্জের বার্তা ছুড়ে দিয়েছেন এই বাহাতি ওপেনার।

ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশী তিন শতক আর দলটির বিপক্ষে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটাও গড়েছেন মুমিনুলকে সঙ্গে নিয়ে। তিন ফরম্যাটেই দেশের সর্বোচ্চ রান শিকারী বাংলাদেশের জার্সিতে নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়।

তামিমের ব্যাটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে অনেকেই। তবে সাদা পোষাকে তামিম আগুনে সবচেয়ে বেশী জ্বলেছে ইংল্যান্ড। ক্যারিয়ারের আট সেঞ্চুরির টাই যে ইংলিশদের বিপক্ষে। শুধু একটা শতক নয়, দলের খোলনলচে বদলে দেয়া ব্যাটিং!! তামিম ইকবাল এখানেই আলাদা। অনন্য।

বাংলাদেশের রান যখন এক ওপেনিং সঙ্গী ইমরুল প্যাভিলিয়নে। তাতেও হতাশ হননি। বেন স্টোকসের হঠাৎ লাফিয়ে ওঠা একটি বল তামিমের বুকে আঘাত। তাও টলাতে পারেননি তার মনোসংযোগ। নিজের মধ্যেই শুধু থেমে থামেননি। আত্মবিশ্বাসে ধুকতে থাকা মুমিনুলও পেলেন ভালো করার প্রেরণা। তাতে দ্বিতীয় উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড ১৭০ রানের জুটি। মেরেছেন ১২ বাউন্ডারী।

যার সবগুলোই এককথায় চোখজুড়ানো দৃষ্টিনন্দন। আশি আর নব্বইয়ের ঘরে বরাবরই নড়বড়ে বলেই তো ১৯ বার হাফসেঞ্চুরীকে, শতকে পূর্ণতা দিতে পারেননি। এদিন পারলেন এমনভাবেই ব্যাটিংয়ে অভিজ্ঞতায় পরিপূর্ণ হয়ে ওঠার ছাপ। প্রথম বিশ বলে রানের খাতা খোলা তামিম ফিফটি ছুয়েছেন ৬০ বলে। আর সেঞ্চুরী ১৩৯ বলে। প্রথম দুই সেশনেই চূর্ণ বিচুর্ণ ইংল্যান্ড। শুধু ইংলিশ বোলাররাই নন তামিমকে থামাতে দুবার আঙুল তুলেছেন আম্পায়াররা।

প্রথম দফায় ভুল প্রমানিত কুমার ধর্মসেনা। তবে সেঞ্চুরির ঠিক পরপর অফ স্ট্যাম্পের বাইরে পিচ, ইমপ্যাক্টও বাইরে এমন বলে আশ্চর্যজনকভাবে আম্পায়ারের দেয়া এলবিডাব্লুর সিদ্ধান্ত বহাল থাকে। শুধু তামিম নয় থমকে যায় পুরো বাংলাদেশ।