
আন্তর্জাতিক ডেস্ক : গত বছরই ইঙ্গিত মিলেছিল যে, সৌদি আরবে পোশাক নিয়ে কড়াকড়ি কমতে পারে। ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সালমন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে জানান, পোশাকের বিধি-নিষেধ কমতে পারে। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা পোষাক ইসলামে বাধ্যতামূলক নয়।
সম্প্রতি প্রথাগত শরীর ঢাকা পোশাক ছাড়াই লাল রংয়ের একটি জ্যাকেট ও ব্যাগি ট্রাউজার পরে রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত এক মল ঘুরে বেড়াচ্ছে ‘বিপ্লবী’ নারী। তাঁর নাম মাশায়েল আল-জালাউদ। ৩৩ বছর বয়সী এই সৌদি নারী স্থানীয় একটি প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগে কর্মরত রয়েছেন। তাঁর বেশ কিছু ছবি এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে।

মাশায়েল একাই নন। ২৫ বছর বয়সী আরও এক আরবি-নারী মানাহেল আল ওতাইবিও এই তালিকায় রয়েছেন। মানাহেল একজন সমাজকর্মী। প্রথাগত আরবি পোশাক ছেড়ে পশ্চিমী পোশাকে রাস্তায় বের হন তিনি।
মাশায়েলের যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে, সেখানে দেখা যাচ্ছে, তাঁর দিকে আশপাশের নারী-পুরুষরা তাকিয়ে রয়েছেন। এমনকি একটি ছবিতে দেখা যাচ্ছে, তার পাশ দিয়েই হাঁটছেন প্রথাগত মাথা থেকে পা পর্যন্ত ঢাকা কালো পোশাকের কয়েকজন নারী। যেটি বেশ প্রতীকী ছবি হয়ে উঠেছে।

কয়েকজন নারী মাশায়েলকে কোনো সেলিব্রিটি বলেও ভুল করেছিলেন। তারা জিজ্ঞেস করেন, আপনি কি খুব জনপ্রিয় কেউ? এক নারী তো তাকে মডেল বলেও ভুল করেন। কিন্তু উত্তরে মাশায়েল বলেন, তিনি একজন সাধারণ আরবি-নারী, যে নিজের মতো বাঁচতে চায়।
একুশে/এসসি
