শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন চীনের প্রতিনিধি দল

প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর ২০১৯ | ৩:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এর নেতৃত্বে চীনের এক প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়া ক্যাম্প পরিদর্শন করেছেন। লি জিমিং ছাড়াও প্রতিনিধি দলে আরো ৮ জন সদস্য আছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে উখিয়া ও পরে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু কোনারপাড়া সীমান্তে জিরো লাইনের রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান।

উখিয়া থানার ওসি আবুল মনছুর জানান, চীনের প্রতিনিধি দল উখিয়া ক্যাম্প পরিদর্শন করেছেন। বিকেলে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে রোহিঙ্গা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

একুশে/এসসি