শাহ আমানতে ৪৮ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ

চট্টগ্রাম : হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের তিন যাত্রীর কাছ থেকে বাজারমূল্য ৪৮ লাখ টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। জব্দকৃত পণ্যের মধ্যে ৬টি সোনার বারও রয়েছে।

জব্দকৃত পণ্যগুলো হল, ৭১টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন সেট, ৪ লিটার মদজাতীয় পানীয় এবং ৬৪ পিস ভারতীয় শাড়ি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টম হাউসের সহকারী কমিশনার আমিনুল ইসলাম জানান, রিজেন্ট এয়ারওয়েজ এবং ইউএস বাংলার ফ্লাইটে আসা যাত্রীদের লাগেজ স্ক্যান করার সময় দুইজনের লাগেজে সন্দেহজনক পণ্য থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর তাদের পাসপোর্ট চাওয়া হলে একজন পাসপোর্ট আমাদের কাছে রেখেই দৌড়ে গাড়িতে ওঠার চেষ্টা করে। পরে তাকে ধরে আনা হয়।

অন্যদিকে দুপুর ১২টার দিকে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক যাত্রীর পরনের জুতোর মোজার ভেতর ও বেল্টের মধ্যে লুকানো ৬টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব স্বর্ণের ওজন ৬৮৫ গ্রাম।

একুশে/এসসি