
চট্টগ্রাম: ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচ খেলার পর দলে আনা হয়েছে অদল-বদল। পুরনো-নতুন খেলোয়াড়ের মিশ্রণে সাজানো হয়েছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের একাদশ।
বাংলাদেশের খেলা নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে এসেছে তিন পরিবর্তন।
বুধবার সাগরিকায় অভিষেক হয়েছে লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ওপেনিংয়ে খেলছেন নাজমুল হোসেন শান্ত। পেস বোলার হিসেবে একাদশে জায়গা হয়েছে শফিউল ইসলামের।
বাদ পড়েছেন; সৌম্য সরকার, সাব্বির রহমান, তাইজুল ইসলাম।
চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, আগে ব্যাটিং পাওয়ায় ভালোই হয়েছে। রান তাড়ার চাপ না থাকায় দুর্ভাবনা ছাড়াই ব্যাটিং করতে পারবেন তারা।
এদিকে এ ম্যাচে জিততে পারলেই ফাইনালে চলে যাবেন টাইগাররা। এমনটি ঘটলে এক ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হবে মাসাকাদজাদের।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, আমিনুল ইসলাম বিপ্লব, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশঃ ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস টিনোটেন্ডা মুতুম্বোজি, রায়ান বার্ল, রেজিস চাকাবভা, নেভিল মাদজিভা, কাইল জার্ভিস, অ্যাইন্সলে লোভু ও ক্রিস এমপোফু।
