
চট্টগ্রাম : আনোয়ারায় বিদেশি বিয়ারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা গ্রামের যুগির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির নাম, জাহিদ হোসেন (৩৮)। একই উপজেলার খোর্দ্দ গহিরা গ্রামে মৃত আব্দুস ছোবাহানের ছেলে জাহিদ।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তি উজেলার খোর্দ্দ গহিরা গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় জাহিদের শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে প্লাস্টিকের বস্তায় সবুজ রংয়ের ২০ বোতল বিদেশি বিয়ার জব্দ করা হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বে) দুপুরে তাকে আদালতে সোদর্প করা হয়।
একুশে/এসসি
