
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমা উপজেলায় প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ আগস্ট) রুমা উপজেলায় অনুষ্ঠিত গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা রুমা উপজাতীয় আবাসিক মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে হাড্ডাহাডি লড়াই করলেও রুমা সদর ইউপি একাদশ ৪:২৭ মিনিটে এক গোলে এগিয়ে যায়। বিরতি পর ১নং পাইন্দু ইউপি ৪:৫৩ মিনিটে গোল পরিশোধ করে খেলা সমতায় আনতে সক্ষম হয়। নির্ধারিত সময়ের মধ্যেও সমতা বজায় থাকায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। এতে ১নং পাইন্দু ইউপি বড় ব্যবধানে জয়লাভ করে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা। মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান থানখাং লিয়ান বম, ১নং পাইন্দু ইউনিয়নে চেয়ারম্যান উহ্লামং মারমা, রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা, ম্যাচ কমিশনারও রুমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাংপুই বম, রতন কান্তি দাস প্রমুখ।
