
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা বটতলীতে বুধবার ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে অবৈধভাবে রাস্তার উপর বসা ভাসমান হকারদের উচ্ছেদ ও ছয় দোকানদারকে জরিমানা করার পরও সংশোধনী না আসায় ফের ৯ দোকানিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) উপজেলার বটতলী রুস্তমহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বটতলী রুস্তমহাট বাজারে অবৈধ ফুটপাত, রাস্তার উপর হকার বসা, পণ্যমূল্যের কাগজপত্র না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে নয় দোকানিকে ১৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৯টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা মালামাল এতিমখানায় দেওয়া হযেছে। এ অভিযান অব্যাহত থাকবে। ভোক্তা-অধিকার নিয়ে কাউকে নয়-ছয় করতে দেয়া হবে না।
