জেএসসি-জেডিসিতে ছাত্রী বেড়েছে দেড় লাখের বেশি

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। ২০১৬ সালের তুলনায় এবারের পরীক্ষায় এক লাখ ৬৪ হাজার ২৯ জন ছাত্রী বেশি।

রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের তুলনায় এবার এ দু’টি পরীক্ষায় মোট শিক্ষার্থী বেড়েছে ৮৬ হাজার ৮৪২ জন। এ বছর মোট ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। গত বছর এ সংখ্যা ছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এবার আটটি বোর্ডের অধীনে জেএসসিতে পরীক্ষার্থী ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ ও মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে পরীক্ষার্থী ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন।

পরীক্ষা ১৭ নভেম্বর শেষ হবে জানিয়ে মন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে।