পুলিশি হেফাজতে ঠিকাদার শামীম, ৩ মামলা দায়ের

ঢাকা : যুবলীগের নেতা পরিচয়ধারী ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে র‌্যাব।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের পর জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গুলশান থানায় নিয়ে যান র‌্যাব সদস্যরা। সেখানে তাদের রাখা হয়েছে থানা হাজতে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ওসি কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, জি কে শামীমের বিরুদ্ধে র‌্যাব তিনটি অভিযোগ দিয়েছে। এর একটি মাদক আইনে, একটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এবং আরেকটি অস্ত্র আইনে। এসব মামলার আসামি হিসেবে জি কে শামীমসহ আটজনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

শুক্রবার গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে দুইশ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানায় র‌্যাব। তখন শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়।

একুশে/এসসি