চট্টগ্রাম: আগামী ১৮ নভেম্বর ৫০ বছরে পা রাখছে চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়। বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে ১৮ ও ১৯ নভেম্বর দু’দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশনের সময়সীমা
রবিরার শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে এর সময়সীমা আগামী ৪ নভেম্বর শুক্রবার রাত ১২ টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিষয়টি নিশ্চত করে সুবর্ণজয়ন্তী উদযাপন সমন্বয়ক কমিটির সমন্বয়ক সাইফুদ্দিন আহমদ সাকী জানান, রেজিস্ট্রেশনের সময়সীমা ৪ নভেম্বর শুক্রবার রাত ১২ টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর কোন অবস্থাতেই সময় আর বাড়ানো হবে না।
উল্লেখ্য, www.cuday.cu.ac.bd/registration.php এ ঠিকানায় গিয়ে সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশন করা যাবে।
