কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতির ১০ দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকা : কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুলের বিরুদ্ধে ধানমন্ডি থানায় দায়েরকৃত পৃথক দুই মামলায় পাঁচদিন করে মোট দশ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদ অক্তারের আদালত।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন তিনি। আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

এর আগে ধানমন্ডি থানায় দায়ের করা অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিন সকালে র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে। অস্ত্র আইনে দায়ের হওয়া মামলাটির নম্বর ২০(৯)১৯ ও মাদক আইনে দায়ের হওয়া মামলার নম্বর ২১ (৯)১৯।

একুশে/এসসি