চট্টগ্রাম: সহিংসতার জন্য স্থগিত হওয়া চট্টগ্রামের ৬ উপজেলার ১৯টি কেন্দ্রে সোমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ৬ উপজেলার ১৬ ইউনিয়নের ১৯টি কেন্দ্রের মধ্যে হাটহাজারীতে ৫টি, সন্দ্বীপে ১টি, বোয়ালখালীতে ৪টি, পটিয়ায় ৫টি, আনোয়ারায় ১টি এবং সাতকানিয়ায় ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৯টি কেন্দ্রের প্রত্যেকটিতে ব্যালট পেপার ও বাক্স পৌঁছে দেয়া হয়েছে। নির্বাচন কর্মকর্তারাও পৌঁছে গেছেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, ১৭টি কেন্দ্রে আমরা ৫০০ ফোর্স মোতায়েন করছি। এর বাইরে আনসার থাকবে। প্রত্যেক কেন্দ্রে ৬ সদস্যের একটি মোবাইল টিম থাকবে। তিনটি কেন্দ্রে একটি করে ৭ জনের স্ট্রাইকিং টিম টহল দেবে। এছাড়া চেকপোস্ট ও সাদা পোশাকে পুলিশ সদস্য থাকবে।
