লোহাগাড়ায় দুই অটো রাইচ মিলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি : লোহাগাড়ায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে দুই অটো রাইচ মিল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ) দুপুর ১২টার দিকে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

জরিমানা করা মিলগুলো হলো- লোহাগাড়া উপজেলা সদরের দরবেশহাট এলকার শাহিন শাহ অটো রাইচ মিল ও পদুয়া এলাকার বাহাদুর (মেজর) অটো রাইচ মিল। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পণ্য মোড়কজাতকরণে শুধুমাত্র পাটের বস্তা ব্যবহার করা যাবে।

কিন্তু উপজেলার পদুয়ার বাহাদুর (মেজর) অটোরাইচ মিলস ও শাহিন শাহ অটোরাইচ মিলস চাল মোড়কজাতকরণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করে আসছিল। তাই ২০১০ সালের পণ্য মোড়কে পাটজাত দ্রব্যের ব্যবহার আইনের ১৪ ধারা অনুযায়ী দুই রাইচ মিলকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।