আচার্য্য সমাজ চট্রগ্রাম বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক উদযাপিত

চট্টগ্রাম : জমকালো আয়োজনের মধ্য দিয়ে আচার্য্য সমাজ চট্রগ্রাম বিভাগের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবগঠিত কার্যকরি কমিটির অভিষেক অনুষ্টান উদযাপিত হয়েছে।

গত শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের বাকলিয়াস্থ সিলভার প্যালেস হলে এই অনুষ্ঠানটি উদযাপিত হয়।

নব নির্বাচিত সভাপতি বাবু দীপংকর আচার্য্য এর সভাপতিত্বে, এড. অভিজিৎ ও এড. মিন্টু আচার্য্য এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী সমাজ কর্তৃক পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ডের ভূঁয়সি প্রসংশা করেন এবং আচার্য্য সমাজের উত্তত্ত্বর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শুভ উদ্বোধক ছিলেন ডা. বিশ্বজিৎ আচার্য্য, প্রধান বক্তা ছিলেন জ্যোতিষ ভাস্কর এস কে আচার্য্য মহোদয়।

বিশেষ অতিথি ছিলেন অধক্ষ্য উত্তম আচার্য্য, রাজিব আচার্য্য, দোলন আচার্য্য। উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য প্রধান করেন সংগঠনের সাধারণ সম্পাদক এড রিগ্যান আচার্য্য।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি শ্রী কাঞ্চন আচার্য্য, শ্রী তাপস আচার্য্য, সহ-সভাপতি ডা. পঞ্চানন আচার্য্য, বাবু দেবাশীষ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক দোলন আচার্য্য সহ প্রমূখ।

পরে সভাপতির সমাপনী বক্তিতায় আচার্য্য সম্প্রদায়ভুক্ত সকলকে সাথে নিয়ে একটি পরিপূর্ণ সমাজ গঠন অঙ্গীকারের মাধ্যমে সবাইকে সাথে নিয়ে আচার্য্য সমাজ সহ বৃহত্তর সনাতনী সমাজের সার্বিক কল্যানে কাজ করে যাওয়া প্রত্যয় ব্যক্ত করে এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্টানে সমাপ্তি ঘোষনা করা হয়। পরে বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী সনজিৎ আচার্য্য, গীতা আচার্য্য, ও দীপক আচার্য্য এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

একুশে/এইচআর/এসসি