চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রেয়াজউদ্দিন বাজারে নিজের শোবার ঘর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত দেড়টার দিকে রেয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইনের জনতা মার্কেটের পঞ্চমতলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাজিম উদ্দিন (২৫) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গাঙ্গারিয়া এলাকার মোহাম্মদ ইউনূসের ছেলে। তিনি তামাকুমন্ডি লেইনের রহমান ম্যানশনে একটি জুতার দোকানে কাজ করতেন।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর আহমদ বলেন, জনতা মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষের বিছানায় উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় নাজিমের লাশ উদ্ধার করা হয়। ওই কক্ষে আরও কয়েকজন নাজিমের সঙ্গে থাকত। তবে ঘটনার পর থেকে কাউকে পাওয়া যাচ্ছে না। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
