চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানার জানালিহাট রেল স্টেশনের আশপাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে। অভিযানে একশ দোকান ও একটি কাঁচাবাজার উচ্ছেদ করে ৫০শতক জায়গা উদ্ধার করা হয়েছে।
সোমবার এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া পূর্ব রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা জানান, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানে রেললাইনের পাশে গড়ে উঠা একটি কাঁচাবাজার উচ্ছেদ করা হয়েছে। অভিযানে ৫০শতক জায়গা উদ্ধার করা হয়েছে।
