চট্টগ্রাম: মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বারৈয়ারহাট বাজারে ‘সাগরিকা বোর্ডিং’ নামের ওই হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।
হোটেলের নিবন্ধন খাতায় লেখা রয়েছে- তার নাম জসিম উদ্দিন সওদাগর (৫৫), বাড়ি চট্টগ্রাম নগরের মোহরা এলাকায়।
জোরারগঞ্জ থানার এসআই বিপুল দেবনাথ বলেন, ২৫ অক্টোবর হোটেলটির নিচতলার তিন নম্বর কক্ষে ওঠেন জসিম। সকাল নয়টা পর্যন্ত কক্ষটির দরজা বন্ধ দেখতে পান হোটেলটির কর্মচারীরা। এরপর তারা দরজা ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ওই কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখানে খাটের ওপর লাশ পড়ে ছিল। লাশটির বুক থেকে নাভি পর্যন্ত কাটা ছিল। লাশের পাশে একটি ছুরি পাওয়া গেছে।
জোরারগঞ্জ থানার ওসি জাহেদুল কবির বলেন, নিহত জসিমের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এটি হত্যাকাণ্ড, নাকি আত্মহত্যা, সে বিষয়ে তদন্ত চলছে।
