চট্টগ্রাম: কোস্টগার্ড পূর্ব জোনের বহরে দুটি অত্যাধুনিক জাহাজ আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে। ইতালি থেকে দুটি জাহাজ বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ১৫ নং ঘাটের কোস্টগার্ডের বার্থে এসে পৌঁছানোর কথা রয়েছে।
সোমবার কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সালের ৫ মার্চ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি কোস্টগার্ডের জন্য চারটি জাহাজ কেনার প্রস্তাব অনুমোদন করে।
এরপর ইতালি থেকে ৯৬৩ কোটি টাকা ব্যয়ে চারটি জাহাজ কেনা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে আসা সিজিএস তাজউদ্দিন ও সিজিএস সৈয়দ নজরুল নামের দুটি জাহাজকে কোস্টগার্ডের পূর্ব জোনে সংযুক্ত করা হয়েছে।
