ক্যাসিনো সম্রাট : আপনারা সময় হলেই দেখবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : শিগগিরই যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেফতারের বিষয় জানা যাবে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, এখানে সম্রাট বলে কথা না, যে কেউ আইনের আওতায় আসবে। আপনারা সময় হলেই দেখবেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট গ্রেপ্তার হয়েছেন এমন একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান।

চলমান অভিযান প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, চলমান অভিযান কোনো শুদ্ধি অভিযান নয়, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেটাই করছি। সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছেন এবং সবাইকে আইন মেনে চলতে বলেছেন। তাই যে যে ধরনের অপরাধ করুক তাকে আইনের মাধ্যমে মোকাবেলার মুখোমুখি হতে হবে।

ক্যাসিনোবিরোধী অভিযান র‍্যাবই পরিচালনা করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেহেতু অভিযানটি র‍্যাব শুরু করেছে, তাই তারাই অভিযান চালাবে।

তবে অভিযানে অযথা কাউকে যেন হয়রানি করা না হয়, সেদিকেও লক্ষ রাখা হবে বলে জানান তিনি।

একুশে/এসসি