মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই বোন গ্রেফতার

14611069_1374490265896653_7655316327819903313_nচট্টগ্রাম: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই বোনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। সোমবার চট্টগ্রাম নগরীর বিবিরহাট ও কর্ণেলহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই বোন হলেন- সাজু বেগম (৫০) এবং রুনা বেগম (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দুই বোন টেকনাফের বাসিন্দা। সাজু বেগমের শ্বশুর বাড়ি সাতকানিয়ায় আর রুনা বেগমের শ্বশুর বাড়ি টেকনাফে। দুজনেই বায়েজিদ থানার টেক্সটাইল এলাকায় সরকারি খাস জমিতে স্থায়ীভাবে গত ২৮ বছর ধরে বসবাস করছিলেন। তাদের স্বামী রাঙ্গামাটি থেকে সবজি এনে চট্টগ্রামে বিক্রি করতেন। অন্যদিকে দুই বোনই বাসা বাড়িতে কাজ করতেন।

২০১৩ সালের দিকে বাবার বাড়ি টেকনাফে গিয়ে দু’বোনই স্থানীয় ছানোয়ারা আর সানজিদার সাথে মিশে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। তারা মূলত টাকার বিনিময়ে টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা বহনের কাজই করতেন। এরকম ইয়াবা বহন করতে গিয়ে নিজেদের পাশাপাশি এ ব্যবসায় জড়িয়ে ফেলেন স্বামী ও ছেলেদেরও! যার ফলে রুনার স্বামী গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘নিয়মিত ইয়াবা বহন করতে গিয়ে ২০১৪ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের হাতে ইয়াবাসহ ধরা পড়ে দু’বোন। কয়েক মাস জেলে থাকার পর জামিনে ছাড়া পেয়ে আত্মগোপনে চলে যান তারা। পরে ওই মামলায় তাদের ১০ বছর করে কারাদন্ড দেয় আদালত। সাজা পরোয়ানামূলে সোমবার তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’