
চবি প্রতিনিধি : ব্যাংকে টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে সরকারদলীয় ছাত্রসংগঠনটির অন্তত তিন কর্মী আহত হয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে ঘটনার সূত্রপাত হয়।
বিবাদমান পক্ষ দুটি হলো ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও বাংলার মুখ (বিএম)। উভয় পক্ষই সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
আহতরা হলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শাহ আজহার হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শিপন এবং বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফাহাদ হোসেন। আহতরা সবাই বাংলার মুখ গ্রুপের কর্মী। তাদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ছাত্রলীগ ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে অগ্রণী ব্যাংকে টাকা জমা দেওয়াকে কেন্দ্র কেরে ভিএক্স এবং বাংলার মুখ এর নেতা-নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। পরে আব্দুর রব হলে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপের নেতা-কর্মীরা। সংঘর্ষে বাংলার মুখের তিন কর্মী আহত হয়। এসময় আব্দুর রব হলের আটটি কক্ষ ভাংচুর করে ভিএক্স গ্রুপের কর্মীরা।
এ বিষয়ে বাংলার মুখের নেতা ও সাবেক ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমীর সোহেল বলেন, জুনিয়রদের মধ্যে ভুল বুঝাবুঝি কারণে ঝামেলা হয়েছে। আমরা সিনিয়ররা বসে সমস্যা সমাধান করব।
অপরপক্ষ ভার্সিটি এক্সপ্রেসের নেতা মিজানুর রহমান বিপুল বলেন, জুনিয়রদের মধ্য আলাওল হলের একটি রুমকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ব্যাংকের সামনে হাতাহাতি হয়। আমরা সিনিয়ররা বসে সমস্যা সমাধান করব।
তবে রুম ভাংচুর এবং আহতের বিষয়টি অস্বীকার করেছে উভয় পক্ষ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষে তিনজন আহত হয়েছে। তাদেরকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
