
চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাক্সিন হিরো, চ্যাম্পিয়ন অব দ্য স্কিল ও ড. কামাল এক্সেলেন্সি এওয়ার্ড অর্জন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। মঙ্গলবার দুপুরে শিক্ষা উপ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী চবি ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতাকর্মীরা এ মিছিলের আয়োজন করে।
বিজয় গ্রুপের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী খেতাব, ড. কালাম এক্সিলেন্সি অ্যাওয়ার্ড, ভ্যাক্সিন হিরো, চ্যাম্পিয়ন অফ স্কিল পুরস্কার এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি ‘জেসিআই বাংলা টিওওয়াইপি ২০১৯’ পুরস্কার প্রাপ্তিকে কেন্দ্র করে আজ দুপুর পৌনে দুইটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল, আলাওল হল এবং স্যার এ.এফ রহমান হলের ছাত্রলীগ কর্মীরা ১৩-১৪ সেশনের নেতৃত্বে সম্মিলিতভাবে একটি আনন্দ মিছিল বের করে।
এ বিষয়ে চবি ছাত্রলীগের সাবেক উপ আইন সম্পাদক গোলাম মোস্তফা সুমন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র শাসন ব্যবস্থা আজ বিশ্বব্যাপী সমাদৃত। যুগের পর যুগ পিছিয়ে থাকা একটি দেশ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বিশ্বের মানচিত্রে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিশ্বের উন্নত দেশগুলো বাংলাদেশকে এখন সমৃদ্ধ দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। জননেত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে দেশ গড়ার এ মহাযাত্রায় বাংলাদেশ ছাত্রলীগ নিরলস পরিশ্রম করে যাবে।
