
চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় প্রেসক্লাবের নতুন কমিটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। প্রেসক্লাবের নির্বাচনের তারিখ ঘোষণা, বহুধাবিভক্ত সদস্যদের এক করার বিষয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যানের উদ্যোগের মধ্যে তড়িগড়ি করে কমিটি ঘোষণা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে।
কমিটি ঘোষণার জন্য সদস্যদের কেউ কেউ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার ব্যক্তিগত সহকারী রিদুয়ানুল করিম চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এতে প্রেসক্লাবের কমিটিকে কেউ কেউ ‘রাজনৈতিক কমিটি’ বলে আখ্যায়িত করেছেন।
সূত্র জানায়, প্রেসক্লাবের সদস্যদের একই প্লাটফর্মে আনতে স্থানীয় উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী গত এক সপ্তাহে দুই দফায় সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী সপ্তাহে চট্টগ্রামে কর্মরত আনোয়ারার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আরেকদফা বৈঠকের পর কমিটি ঘোষণার একটি প্রক্রিয়া চলছিল।
এর মধ্যে গতকাল মঙ্গলবার খবর রটে যায় ঢাকা থেকে আনোয়ারা প্রেসক্লাবের কমিটি চূড়ান্ত করা হয়েছে। এর পেছনে
ধর্মভিত্তিক একটি ইসলামি দলের সাবেক নেতা বর্তমানে সেচ্ছাসেবক লীগের নেতা নুরুল আবছার চৌধুরী ভূমিকা রেখেছেন বলে জানা গেছে। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী রিদুয়ানুল করিম চৌধুরী সায়েমকে ‘ভুল বুঝিয়ে’ তিনি এই কমিটি গঠনে নেপথ্যে ভূমিকা রাখেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া খবরে জানা যায়, আলোচিত এই কমিটিতে আনোয়ারুল হককে সভাপতি ও জাহেদুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে। স্থানীয় মহলে দুইজনের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে।
এ ব্যাপারে আনোয়ারুর হক একুশে পত্রিকাকে বলেন, প্রেসক্লাবের সদস্যদের ভোটে নতুন কমিটি হয়েছে। সপ্তাহখানেক পর কমিটি গঠনের বিষয়টি আমরা ঘোষণা দেব। কমিটি গঠনের ক্ষেত্রে ভূমিমন্ত্রীর সম্মতি আছে। তবে ভূমিমন্ত্রীর এপিএস সায়েমের প্রেসক্লাব কমিটি গঠন করে দেয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।
কমিটির বেশিরভাগ সদস্যের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন থাকার বিষয়ে তিনি বলেন, কমিটিতে থাকা কেউ রাজনীতিতে সক্রিয় নয়। কোন দলের মিটিং-মিছিলে কেউ অংশ নেননি।
