ডেথ ওভারে সেরা মুস্তাফিজ: ওয়ার্নার

mustafizurrahmanগতকাল মঙ্গলবার আইপিএল-এর ম্যাচে হায়দরাবাদ সানরাইজার্সের বিপক্ষে শেষ ৩ ওভারে ৩৭ রান প্রয়োজন ছিল পুনে সুপারজায়ান্টসের। প্রথম তিন ওভারে ৫ রান দেওয়া ভুবনেশ্বর কুমার ১৮তম ওভারে দিয়ে দেন ১৫ রান। ফলে ম্যাচ ঘুরে যায় মহেন্দ্র সিং ধোনির দিকে।
সেখান থেকে সানরাইজার্সকে ম্যাচে ফেরান মুস্তাফিজ।

শেষ দুই ওভারে ২২ রান প্রয়োজন, এমন সময়ে নিজের চতুর্থ ওভারটি করতে আসেন কাটার মাস্টার। তার ওই ওভার থেকে ৮ রানের বেশি নিতে পারেনি ধোনি-থিসারার মতো বিস্ফোরক দুই ব্যাটসম্যান। শেষ ওভারে পুনের প্রয়োজন ছিল ১৪ রান। কিন্তু ওই ওভারে ৯ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন আশিষ নেহরা।

ডেথ ওভারে অবিশ্বাস্য বোলিং করে আবারও অধিনায়ক ওয়ার্নারের প্রশংসা পেলেন মুস্তাফিজ। ওয়ার্নার বলেন, ‘ডেথ ওভারে মুস্তাফিজ সেরা। সে ডেথ ওভারে আমাদের পক্ষে ম্যাচটি নিয়ে এসেছিল। ওই সময়ে তার বিকল্প নেই, এ জন্যই তাকে আমি সবসময় শেষে ব্যবহার করি।’
এই ম্যাচে উইকেট না পেলেও ডেথ ওভারে চমৎকার বোলিং করেছেন মুস্তাফিজ। পুনের ব্যাটসম্যানরা সমীহ করেই খেলেছেন তাকে। তরুণ এই বাঁহাতি পেসারের চার ওভার থেকে মাত্র একটি চার হাঁকাতে পেরেছেন পুনের ব্যাটসম্যানরা।

তার চারটি ওভারই বেশ গুরুত্বপূর্ণ ছিল। চার ওভার বল করে তিনি রান দিয়েছেন ২৬। তার বলে বাউন্ডারি এসেছে মাত্র একটি, এরকম লো-স্কোরিং ম্যাচে এরকম বোলিং ফিগার প্রশংসা পাওয়ারই যোগ্য।