বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ তিন ম্যাচের হলে ইংল্যান্ডই সিরিজ হারতো বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। প্রভাবশালী গণমাধ্যমে দ্যা টেলিগ্রাফে লেখা এক কলামে এ মন্তব্য করেন তিনি।
কলামে তিনি আরো লিখেন, সবাই ইংল্যান্ডকে ফেভারিট ভাবলেও আদতে বাংলাদেশের কন্ডিশনে তারাই সেরা ছিল। মাঠের খেলায় তারা তা প্রমাণও করেছে। আরেকটি টেস্ট থাকলে বাংলাদেশের স্পিনারদের সামনে স্রেফ উড়েই যেত ইংল্যান্ড, এমনটাই মনে করেন সাবেক এই সফল ইংলিশ অধিনায়ক। অবশ্য বাংলাদেশের বিপক্ষে পরাজয়ে ইংল্যান্ডের বেশ উপকার হয়েছে বলেই মনে করেন তিনি।
কারণ এখন আর ইংল্যান্ডের উপর আর কোন চাপ নেই। বাংলাদেশ সিরিজ থেকে শিক্ষা নিয়ে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ইংলিশ ব্যাটসম্যানদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ভন।
