চট্টগ্রাম: নগরী থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আকবরশাহ থানার কর্ণেলহাট বাদামতলী মোড়ে রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের চকরিয়ার খইয়ারবিল এলাকার নজির আহাম্মদের ছেলে মোঃ আব্দুল কুদ্দুস (২৩) ও টেকনাফের চান্দলিপাড়ার মোঃ হোসেনের ছেলে মোঃ আলম (৩০)।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাতে হাতে নাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা পাইকারী মূল্যে কিনে এনে চট্টগ্রাম শহরে খুচরা মূল্যে বিক্রি করছিল তারা। তাদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
