ফিটনেস ছাড়া যানবাহনে তেল-গ্যাস নয় : হাইকোর্ট

ঢাকা : যানবাহনে ফিটনেস সনদ না থাকলে সারা দেশে পেট্রোল ও সিএনজি পাম্পগুলোকে সংশ্লিষ্ট গাড়িতে তেল বা গ্যাস না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ফিটনেসবিহীন প্রায় চার লাখ যানবাহনের ফিটনেস নবায়ন করতে আরও দুই মাস সময় দিয়েছেন আদালত।

বুধবার (২৩ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিআরটিএ-এর পক্ষে শুনানি করেন আইনজীবী মঈন ফিরোজী, রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

মঈন ফিরোজী জানান, ফিটনেসবিহীন যত গাড়ি রাস্তায় চলছে তাদের পেট্রোল স্টেশন থেকে গ্যাস-ফুয়েল সাপ্লাই বন্ধ করার আদেশ দিয়েছেন। এ আদেশ আগামী দুই মাস অথবা এর মধ্যে কেউ যদি এর মধ্যে ফিটনেস নবায়ন করে তাহলে এ আদেশ কার্যকর থাকবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, দুই মাস অথবা ফিটনেস নবায়ন না করা পর্যন্ত তাদের জ্বালানি সরবরাহ না করতে নির্দেশ দিয়েছেন আদালত। আদালত পরবর্তী আদেশের জন্য ১০ জানুয়ারি আদেশের জন্য দিন রেখেছেন।

প্রায় ৫ লাখ গাড়ির মধ্যে হাইকোর্টের বেঁধে দেয়া দুই মাস সময়ের মধ্যে শুধুমাত্র ৮৯ হাজার ২৬৯ গাড়ি ফিটনেস নবায়ন করা হয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন বাংলাদেশ রোড টান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

গত ২৩ জুলাই এক আদেশে ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়িগুলো দু’মাসের মধ্যে ফিটনেস নবায়ন করতে নির্দেশ দেন হাইকোর্ট। এর আগে ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের (সোমবার) মধ্যে এটি সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়।

একুশে/এএ