চট্টগ্রাম: সাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশকে পরিচয় করাতেই হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর ভাঙচুর চালাচ্ছে একটি প্রতিক্রিয়াশীল। কিন্তু তাদের পরিকল্পনা কখনোই সফল হবেনা।
ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে মন্দিরে হামলা ও হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ভাঙচুরের প্রতিবাদে শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। জন্মাষ্টমী পরিষদের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটি ও পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি কাজল দত্ত। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন তালুকদারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র ও জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ পালিত।
এসময় বক্তব্য রাখেন- জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল দাশগুপ্ত, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ পাল বরুণ, জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাধন ধর, দুলাল কান্তি দে, বিমল কান্তি দে, যুগ্ম সম্পাদক আশুতোষ দাশ, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত দাশ প্রমুখ।
