চট্টগ্রামে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার গভীর রাতে নোয়াপাড়া ইউনিয়নের পথের হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পথের হাট এলাকার দীনেশ মালাকারের ছেলে রনজিত মালাকার ও একই এলাকার অনিল মালাকারের ছেলে আবির মালাকার এবং রঘুনন্দন হাট এলাকার খোকন গুপ্তের ছেলে জয়গুপ্ত।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রনজিত মালাকারের বাড়িতে যায় র‌্যাব। এসময় বাড়ির সামনের উঠানে মাদক বেচাকেনার সময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সাড়ে আট’শ লিটার চোলাই মদ, ৯০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৫ হাজার ৭৫২ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা হয়েছে।