
চবি প্রতিনিধি: কোনো ধরনের জালিয়াতি বা অনিয়মের খবর ছাড়াই শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি-ইউনিটের ভর্তি পরীক্ষা।
রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। আবার দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ২টা ১৫ মিনিটে শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টা ৩০ মিনিটে।
বি ইউনিটের দুই শিফটের সব পরীক্ষাই চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এবার ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪২ হাজার ৪ জনের। আর প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়ে ৩৫ জন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম একুশে পত্রিকাকে বলেন, প্রথম দিনে ‘বি’ ইউনিটের দুই শিফটের পরীক্ষা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁসসহ সবরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ তদারকি করা হয়েছে।
ক্যাম্পাসের ভেতর ও বাইরে যানবাহনের জ্যামের বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়েছে, সমস্যা সমাধানে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আগামীকাল (২৮ অক্টোবর) ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ ও ৩০ অক্টোবর সকাল ১০টায় ‘সি’ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
