কেন্দ্রের নিষেধাজ্ঞার তোয়াক্কা করেনি চবি ছাত্রলীগ


চবি প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশকে তোয়াক্কা না করে বগিভিত্তিক গ্রুপের নামে টি-শার্ট করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কয়েকটি গ্রুপের নেতা-কর্মীরা।

রোববার (২৭ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, শাখা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন বিজয়, ভিএক্ম, বিএম ও আর.এস এর টি-শার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন শাখা ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। তার পাশাপাশি হলের নামেও টি-শার্ট দেখা যায়। এসব টি-শার্ট গায়ে বিভিন্ন রাজনৈতিক ও সেবামূলক কার্যক্রমে অংশ নেয় তারা।

এর আগে গত ২২ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো: আহসান হাবিব স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য অনুমতিক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় শাটল ট্রনের বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকায় বভিন্ন ধরনের বগির নামে চিকা, টি-শার্ট, প্লাকার্ড এবং শ্লোগান সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হলো। কিন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালনের ক্ষেত্রে কেন্দ্রীয় নিষেধাজ্ঞার তোয়াক্কা করেনি শাখা ছাত্রলীগের অংশ।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে শাটলের বগিভিত্তিক বিভিন্ন গ্রুপের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এরপরও যদি কেউ গ্রুপের নাম ব্যবহার করে তার দায়িত্ব ছাত্রলীগ নিবে না। তবে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।

এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধের নির্দেশনাটি দু’বছর আগের। এটি নতুন কিছু নয়। ছাত্রলীগের নির্দেশনাটি যারা মানছে না, তারা কিভাবে ছাত্রলীগকে ‘ওন’ করে বা এর পেছনে কি উদ্দেশ্যে আছে- তা আমাদের বোধগম্য নয়। আমরা যেহেতু একটি অভিযোগ পেয়েছি, ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।