চবির ‘বি’ ইউনিটে পাসের হার ৩৬.৯৪ শতাংশ


চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক (সন্মান) ২০১৯-২০ শিক্ষাবর্ষের বি-ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় চবি উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

এবার ভর্তি পরীক্ষায় কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বি-ইউনিটে পাসের হার শতকরা ৩৬.৯৪ শতাংশ। উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ৪৭৪ জন।

উল্লেখ্য, গতকাল রোববার বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করে ৪২ হাজার ৪ জন শিক্ষার্থী। এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৭ শতাংশ শিক্ষার্থী।