চট্টগ্রাম: নগরীর ডবলমুরিং থানার কদমতলী এলাকার জাহাঙ্গীর মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগে। তবে প্রচন্ড ধোঁয়ার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া বলেন, ছয়তলা বিশিষ্ট জাহাঙ্গীর মার্কেটের নিচতলায় আগুন লেগেছে। নিচতলায় একটি রাবারের দোকানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি ইউনিটের ১৩টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে। তবে প্রচন্ড ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে।
তিনি বলেন, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে জানা যায়নি। আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণে আনতে রাত ৯টা পর্যন্ত লাগতে পারে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
