চট্টগ্রাম: নগরীর আকবর শাহ থানা এলাকায় লরি চাপায় আমিনুল ইসলাম (৩২) নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে বিএসআরএমের কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলামের গ্রামের বাড়ি জামালপুরে। তিনি বিএসআরএমের নিরাপত্তা প্রহরী ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম কারখানার সামনে পাক্কা রাস্তার মাথা এলাকায় লরি চাপায় আমিনুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
