৫০ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

captureচট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদনগর এলাকা থেকে ৫০ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মোঃ জাহাঙ্গীর (৩৮) চট্টগ্রামের ফটিকছড়ির রাঙ্গামাটিয়ার মৃত নুরুল ইসলামের ছেলে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন।

ওসি বলেন, বিক্রির জন্য জাল নোট নিয়ে জাহাঙ্গীর অপেক্ষা করছে- গোপন সূত্রে এমন তথ্য পেয়ে সোমবার বিকেল পৌনে ৫টার দিকে পূর্ব শহীদনগর এলাকায় যায় পুলিশ। এসময় ৫০ হাজার টাকার জাল নোটসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করতে সক্ষম হয় এসআই আব্দুর রবের নেতৃত্বে পুলিশের একটি দল।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন।