আজ বিপিএলের নতুন শুরু

bplবৃষ্টি বড্ড বেরসিক। কার্তিক মাসের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর যথা সময়ে গড়াতে দিল না। অনেকটা বাধ্য হয়ে টুর্নামেন্টের সূচি পরিবর্তন করেছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাজি দলগুলোর সঙ্গে পরশু বৈঠকও করেছে তারা। এসব কিছুর অর্থ হচ্ছে নতুন করে শুরু হচ্ছে টি-টোয়েন্টি উৎসব। এবং সেটা আজ থেকেই।

বৃষ্টির কারণে উদ্বোধনী দিনের দু’টো ম্যাচ মাঠে গড়ায়নি। প্রকৃতির বিরূপ আচরণ আলোর মুখ দেখতে দেয়নি দ্বিতীয় দিনের ম্যাচ দুটোও। চারটি ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় পৃষ্ঠপোষক, ফ্র্যাঞ্জাইজি মালিক, ব্রডকাস্টার, আয়োজক কমিটি কমবেশি সবারই ক্ষতি হয়েছে। বাদ যাননি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও। শুক্রবারের ম্যাচের টিকিট কিনে খেলা দেখার পরিবর্তে বৃষ্টিতে ভিজে ঘরে ফিরতে হয়েছে তাদের। মাঠে আসা দূরে থাক, পরের দিন বৃষ্টিরভাব বুঝে টিকিটও কেনেননি তারা। প্রথম দিন টাকা দিয়ে যে টিকিট কিনেছিলেন সেগুলোর কী হবে সেটারও এখন অবধি কোনো হদিস নেই।

ইংল্যান্ডকে আতিথেয়তা দেয়ার জন্য বিপিএলের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। তবে বেলুন উড়িয়ে ঠিকই আনুষ্ঠানিকযাত্রা শুরু করা হয়েছিল টি-টোয়েন্টির মিলনমেলার। লাল-নীল-সবুজ-হলুদ রঙের বেলুনগুলো হাওয়ায় হারিয়ে গেছে। মিশে গেছে বাতাসে। আজ নতুন করে ওড়ানে হবে রঙ-বেরঙের বেলুন। নতুন উদ্দমে মাঠে নামার জন্য প্রস্তুত ৭টি দলই।

তবে আজ মাঠে নামছে চারটি দল। দুপুর ২টায় চিটাগং ভাইকিংসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়েই শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটসের বিপরীতে দেখা যাবে বরিশাল বুলসকে। দুটো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন এবং ভারতীয় টিভি চ্যানেল সনি সিক্স।

আগের ফিকশ্চারে সন্ধ্যার ম্যাচটি ছিল দুপুরে, দুপুরেরটি সন্ধ্যায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন দল হওয়ায়া নতুন করে শুরু হতে যাওয়া বিপিএলে তাদের ম্যাচ নিয়ে আসা হয়েছে প্রথমে। তাও ভালো, প্রথম ম্যাচে যে বর্তমান চ্যাম্পিয়নদের খেলতে দিতে হয়, গভর্নিং কাউন্সিল অন্তত এই রীতিটি মানছে।

তবে টুর্নামেন্ট শুরুর ভজকটের প্রভাবটা কিন্তু দলগুলোর উপর খুব একটা প্রভাব পড়েনি। মিরপুর একাডেমি মাঠে ধারাবাহিকভাবে অনুশীলন করে চলেছে একের পর এক দল। আজ রংপুর রাইডার্সের ম্যাচ নেই, তবুও নাঈম ইসলাম, শহীদ আফ্রিদীরা গা গরম করেছেন রোদে পুড়ে। তাদের পাশাপাশি অনুশীলন করেছে খুলনা টাইটানসও। কাল অভিযান শুরু হবে তাদের।

রংপুর-খুলনা যখন অনুশীলনে ব্যস্ত তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এলাকায় চলছিল জন বিস্ফোরণ। বিসিবিতে নেমে আসে মানুষের ঢল। বিসিবির বর্তমান কমিটির তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় প্রীতি ভোজ ‘মেজবান’। খানা-দানার এই আয়োজনের পাশাপাশি ছোটখাটো কনসার্টের আয়োজন করে বিসিবি। সাম্প্রতিক বছর গুলোতে বাংলাদেশ ক্রিকেটের বর্নিল পথচলায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন মেজবানের আমন্ত্রিত অতিথি। ঢাকার সব ক্লাব, জেলা, বিভাগীয় পর্যায়ের ক্রিকেট সংগঠক, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং প্রচারমাধ্যমকেও নিমন্ত্রণ করা হয়। এই অনুষ্ঠানে আলাদাভাবে নজর কেড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মেজবানে এসেছিলেন ফিক্সিংকা-ে তিন বছরের নিশেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরা মোহাম্মদ আশরাফুলও।

অনুষ্ঠানে টাইগারদের গত তিন বছরের সাফল্য তুলে ধরেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বক্তব্যে মাশরাফি-সাকিব-তামিমদেরই স্বপ্নের রথযাত্রার কৃতিত্ব দেন বোর্ডের প্রধানকর্তা। বলেছেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশ দলের যত সাফল্য তার মূল কারিগরই ছিলেন আমাদের ক্রিকেটাররা। আমাদের সবার পক্ষ থেকে আমি তাদের শুভেচ্ছা জানাই। আশা করি তারা আমাদের জন্য আরও অনেক সাফল্য বয়ে আনবে।’