সাতকানিয়ায় হাতির আক্রমণে আহত ১

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে সুধীর কুমার রুদ্র (৬০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ছদাহা ইউনিয়নের কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোসাদ হোসেন চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে বন্য হাতির দল লোকালয়ে হানা দেয়। এ সময় হাতির আক্রমণে কুমারপাড়ার এক ব্যক্তি গুরুতর আহত হন। এর কিছুক্ষণ পর হাতির দলটি পাশের সন্ধিপ্পাপাড়া গ্রামের চারটি কাঁচা বসতঘর ভাঙচুর করে পাহাড়ের দিকে চলে যায়।

তিনি বলেন, আহত সুধীরকে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।