চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসে হামলা এবং লিগ্যাল এইড অফিস সহকারীর কাছে চাঁদা দাবির অভিযোগে এমদাদ উল্লাহ নামের এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোঃ নোমানের আদালতে মামলাটি দায়ের করেন লিগ্যাল এইড অফিস সহকারী মোঃ এরশাদুল ইসলাম।
আসামি এমদাদ উল্লাহ চট্টগ্রামের কর্ণফুলী থানার ফকিরনীর হাট এলাকার আব্দুল হকের ছেলে।
বাদি পক্ষের আইনজীবি এডভোকেট মোঃ ইসকান্দর সোহেল বলেন, গত রোববার বিকেল ৪টার দিকে জেলা লিগ্যাল এইড অফিসে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এরপর হামলা ও ২০ হাজার টাকা চাঁদা দাবীর অভিযোগ তুলে এমদাদ উল্লাহ ও অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে মঙ্গলবার মামলা করা হয়। আদালত অভিযোগ সরাসরি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
