শুক্রবার বাদলের মরদেহ আসছে, শনিবার সন্ধ্যায় বোয়ালখালীতে দাফন


চট্টগ্রাম : শনিবার বাদ মাগরিব চতুর্থ দফা জানাজা শেষে বোয়ালখালীর পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন খান বাদল।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় সাংসদের গ্রামের বাড়ি খান মহলে এক প্রেস বিফিংয়ে এই তথ্য জানান।

তিনি জানান, সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের মরদেহ ভারতের বেঙ্গালুর থেকে শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে। পরদিন শনিবার সকালে জাতীয় সংসদ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শনিবার বিকেল ৩টায় চট্টগ্রামে জমিয়তুল ফালাহ্ জামে মসজিদ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। একইদিন বাদ আছর বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ও বাদ মাগরিব সারোয়াতলী ইব্রাহীম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে মইন উদ্দিন খান বাদলের মরদেহ দাফন করা হবে।