উল্লাস শুরু ট্রাম্প শিবিরে

চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও আভাসের উপর ভর করে ট্রাম্প শিবিরে বিজয়ের উল্লাস শুরু হয়ে গেছে। হিলারি রডহ্যাম ক্লিনটন, নাকি ডোনাল্ড জে ট্রাম্প কে হচ্ছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট। সেই ফয়সালা কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে।

শ্বাসরূদ্ধকর এই নির্বাচনে অনেকটাই জয়ের পথে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে ২৫৪টি ইলেক্টোরাল ভোট ঝুঁলিতে পুরেছেন এই বিতর্কিত প্রার্থী। অন্যদিকে আগাগোড়াই জরিপে এগিয়ে থাকা হিলারি পেয়েছেন ২১৫টি ইলেকট্রোরাল ভোট।

গ্রিনিচ মান সময় সকাল ১১টা থেকে ১২টার মধ্যে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকে ৮টা) ভোট শুরু হয়। ভোটগ্রহণের পর এখন চলছে গণনা। ট্রাম্পের নির্বাচন শিবিরের পরিচালক লেম বানগারটার কিছুক্ষণ আগের প্রতিক্রিয়ায় বলেছেন, খেলা শেষ। জনগণ রায় দিয়ে দিয়েছে। আমরা জিতে যাচ্ছি।

যে অঙ্গরাজ্য গুলো ফলাফলে বেশি প্রভাব বিস্তার করবে তার মধ্যে ফ্লোরিডা, ওহিও, নর্থ ক্যারোলাইনাতে জয় ছিনিয়ে নিয়েছেন ট্রাম্প। অন্যদিতে হিলারি ভারজিনিয়াতে জয় পেয়েছেন।