চট্টগ্রাম: নগরীর আগ্রাবাদের সিজিএস কলোনিতে সশস্ত্র সংঘাতের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সাতজন সংঘাতের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে সিজিএস কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডবলমুরিং জোনের সহকারী কমিশনার হাসান ইকবাল বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত এজাহানভুক্ত সাতজনসহ ১৫জনকে আমরা গ্রেফতার করতে পেরেছি। অবৈধ অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত সব সন্ত্রাসীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১ নভেম্বর বিকেলে আগ্রাবাদের সিজিএস কলোনিতে সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি বাসায় হামলা, ভাংচুর ও লুটপটের ঘটনা ঘটে। দুই গ্রুপের নেতৃত্বে আছেন দক্ষিণ আগ্রাবাদের কাউন্সিলর এইচ এম সোহেল ও বহিস্কৃত সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন। এই দুইজনই আবার সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত।
